
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের রাতারগুলের খেয়াঘাট নিয়ে ইজারাদার ও নৌ-চালক শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ ১ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের ২০ জন লোক আহত হয়েছেন বলে জানা গেছে।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি)এসএম শাহাদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রাতারগুল জলাবনে মোটরঘাটে নৌকা চালিয়ে ১৩০টি পরিবার জীবিকা নির্বাহ করে আসছিলো। সম্প্রতি মোটরঘাটের খেয়াঘাটটি নতুন করে ইজারা দেয়া হয়। বুধবার ইজারাদারের পক্ষের লোকজন খেয়াঘাটে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে যায়।
বিমানবন্দর থানার ওসি এসএম শাহাদৎ হোসেন বলেন, রাতারগুলের মোটরঘাটটি সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় থেকে নতুন করে ইজারা দেয়া হয়। বুধবার নতুন ইজারাদারকে খেয়াঘাট বুঝিয়ে দিতে যান জেলা প্রশাসক কার্যালয়ের লোকজন। এসময় পুরাতন ইজারাদার আরও কিছুদিন ঘাটটি তার কাছে রাখতে চেয়েছিলেন। এনিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। একদল পুলিশ ঘটনাস্থলে রয়েছে।