
এম এ কাদির, বালাগঞ্জ থেকে:: মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সৌদি আরবের জেদ্দা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক সিলেটের বালাগঞ্জের বাসিন্দা আব্দুল মালেক।
তাঁর আশু রোগমুক্তি কামনা করে করোনায় আক্রান্ত আ.লীগ নেতা আব্দুল মালেক’র গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বালাগঞ্জ চামম্পার কান্দি গ্রামের স্থানীয় যুব সংগঠন বিলিভার্স অরগানাইজেশন অফ ইউথ’র উদ্যােগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাদ মাগরিব স্থানীয় দারুল উলুম নূরানীয়া চাম্পার কান্দি মাদ্রাসা মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত মাহফিলে দোয়া পরিচালনা করেন দারুল উলুম নূরানীয়া চাম্পার কান্দি মাদ্রাসার মোহিতা মীম শায়খুল হাদিস আব্দুস শহিদ।এতে অংগ্রহন করেন আলফালাহ একাডেমির এতিমখানা বিভাগের সুপার হাফিজ কুতুব
উদ্দিন,চাম্পার কান্দি জামে মসজিদের ইমাম ও খতিব আলামিন নাফে
, বালাগঞ্জ ছাত্র জমিয়তের সাবেক সভাপতি হাফিজ খালেদ আহমেদ, সমাজকর্মী হাজী আব্দুর রহিম ও মিলাদ মাহফিল আয়োজক সংঘটনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য সৌদি আরবের জেদ্দা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক জেদ্দার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।