
সিলেটের বার্তা ডেস্ক:: বিশ্ব কাঁপানাে মহামারী করোনা ভাইরাসে দেশে আজ বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত নতুন ৫৪ জনের মৃত্যুসহ মোট মারা গেছেন ৪ হাজার ৮২ জন।
এদিকে একই দিনে ২ হাজার ৫শ’ ১৯ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
এনিয়ে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে দাঁড়িয়েছে।
বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।
মারা যাওয়া ৫৪ জনের মধ্যে ৩৯ জন পুরুষ ও ১৫ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৯ জন, বাড়িতে ৫ জন।
বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২৩ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ৯ জন, বরিশালে ২ জন, সিলেটে ২ জন, রংপুরে ৩ জন ও ময়মনসিংহে ২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৯৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৫ শতাংশ।