
সিলেটের বার্তা ডেস্ক:: সুনামগঞ্জে অবৈধভাবে মরা পাথর উত্তোলনের দায়ে ৯ জনকে আটক করেছে পুলিশ।
এসময় পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৩টি স্টিল বডির নৌকা জব্ধ করা হয়।
আটককৃতরা হলেন-আটককৃত শ্রমিকরা হলেন- উপজেলার বড়দল (উ.) ইউনিয়নের হলহলিয়া গ্রামের আলী হোসেনের ছেলে মোক্তার মিয়া (৩৪), মৃত আবুল কালামের ছেলে আজগর আলী (৩০), আ. সালামের ছেলে রফিক মিয়া (৩০), নুর ইসলামের ছেলে নুর আলী (২৯), লায়েছ মিয়ার ছেলে জহির মিয়া (২৬), আ. অদুতের ছেলে আশরাফুল (১৯), তাহের মিয়ার ছেলে জিন্নাত আলী (২২) ও পার্শ্ববর্তী হলহলিয়া চরগাঁও গ্রামের মৃত আবু তালেব মুন্সীর ছেলে সাকির আহমদ (২২), মৃত রহম আলীর ছেলে শাহ আলম (২৮)।
বুধবার দুপুরে আটককৃতদের জেল হাজতে পাটানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন-আটককৃত আসামীদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জেলার তাহিরপুর সীমান্ত এলাকার বড়দল (উ.) ইউনিয়নের নয়া ছড়াতে (চাঁনপুর) অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে তিনটি ষ্টিল বডি নৌকা ও পাথর উত্তোলনকারী ৯ শ্রমিককে ইউনিয়ন ভুমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রঞ্জন কুমার দাশের নেতৃত্বের পুলিশের একটি টিম আটক করেছে।