আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:৪৯

শাবিতে ৮২ ওসমানীতে ২৬ জনের করোনা শনাক্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২০, ১১:৪১ অপরাহ্ণ
শাবিতে ৮২ ওসমানীতে ২৬ জনের করোনা শনাক্ত

সিলেটের বার্তা প্রতিবেদক:: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষাগারে ৮২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) সিলেটের এই দু’টি ল্যাবে মোট ১০৮ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।

শাবির ল্যাবে রবিবার ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে ৮২ জনের করোনা পজেটিভ আসে।

শাবিতে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৮ জন, সুনামগঞ্জের ২৪, হবিগঞ্জের ১৮ এবং মৌলভীবাজারের ১২ রয়েছেন।

এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৮জন, মৌলভীবাজার জেলার ৬জন, সুনামগঞ্জের দুইজন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

আরও পড়ুন:  স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হচ্ছেন সিলেটের ডা. এনায়েত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১