
সিলেটের বার্তা ডেস্ক:: আধ্যত্মিক রাজধানী, দু’টি পাতা একটি কুড়ির দেশ সিলেটের প্রকৃতি কন্যা খ্যাত গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন বিশ্বের মানচিত্রের যে দেশেই আছেন সবাইকে এক প্লাটফর্মে একত্রি করণের লক্ষ্য নিয়ে ‘গোয়াইনঘাট প্রবাসী কল্যাণ ট্রাস্ট’ এর পথচলা।
সৌদি আরব প্রবাসি মাওলানা বিলাল উদ্দিনকে সভাপতি ও আমেরিকা প্রবাসী লুৎফুর উদ্দিনকে সেক্রেটারি করে ৫৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছেন ট্রাস্টের কেন্দ্রীয় আহবায়ক বিশিষ্ট লেখক-গবেষক সাংবাদিক মাওলানা রশীদ আহমদ।
শনিবার ( ২২শে আগস্ট) আমেরিকা সময় রাত ১২টায় নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।
গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট এর (২০২০-২০২২) সেশনের ঘোষিত নতুন কার্যনির্বাহী কমিটির বাকি দায়িত্বশীলরা হলেন-সিনিয়র সহ-সভাপতি: ইফতেখার আহমদ হেলাল (আমেরিকা), সহ-সভাপতি মো. আবদুল বাতেন (ফ্রান্স), সহ-সভাপতি মাস্টার আবদুল আজিজ (আমেরিকা), মাওলানা আতাউর রহমান (ফ্রান্স), সিনিয়র যুগ্ম সেক্রেটারী জেনারেল এনামুল ইসলাম (সৌদি আরব ), সহকারী সেক্রেটারী জেনারেল: ওসমান গণী চৌধুরী (ব্রাজিল) ,সহকারী সেক্রেটারী জেনারেল তরিক উদ্দিন (আমেরিকা), সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ (ইতালি), সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী (সৌদি আরব ), সহ সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান (আমেরিকা), সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান (সৌদি আরব), অর্থ সম্পাদক জয়নাল আবেদীন ( ইতালি), সহ অর্থ সম্পাদক আকরাম হোসেন (দুবাই), সহ অর্থ সম্পাদক ফয়সল আহমদ (সৌদি আরব), প্রচার সম্পাদক মুহিব সিরাজ (কাতার), সহ প্রচার সম্পাদক মান্না আহমদ (লেবানন), সহ প্রচার সম্পাদক সুলতান আহমদ (ফ্রান্স ), সাহিত্য সম্পাদক মারুফ আল মাহবুব (সৌদি আরব), সহ সাহিত্য সম্পাদক শেখ আলম (লেবানন), সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আবেদীন (দুবাই), সহ সাংস্কৃতিক সম্পাদক শিপন আহমদ (কাতার), শিক্ষা বিষয়ক সম্পাদক আমিনুল হক (মালয়েশিয়া), সহ শিক্ষা সম্পাদক তাজ উদ্দীন (কাতার), ত্রাণ বিষয়ক সম্পাদক মোস্তফা ফয়সল (দাম্মাম, সৌদি আরব ), সহ ত্রাণ বিষয়ক সম্পাদক ইয়াসীন আলী (দুবাই), ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল্লাহ (ওমান), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: আবদুল মছব্বীর (গ্রীস) , সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রানু মিয়া (আমেরিকা), আন্তর্জাতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কাওসার (পর্তুুগাল), সহ আন্তর্জাতিক সম্পাদক জালাল উদ্দিন (লন্ডন), আইন বিষয়ক সম্পাদক আহমদ ইমাদ (সিঙ্গাপুর ), সহ আইন সম্পাদক মারুফ আহমদ (মালয়েশিয়া), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মারুফ আহমদ (ওমান ), সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুর রহিম ( সৌদি আরব),জনকল্যাণ বিষয়ক সম্পাদক: সামছুল ইসলাম (ওমান), সহ জনকল্যাণ বিষয়ক সম্পাদক ফুল মিয়া (দুবাই), ক্রীড়া সম্পাদক মো. শাহ মিরান সিরাজ ( ব্রাজিল),
সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমীন ( লন্ডন), শ্রম বিষয়ক সম্পাদক বকুল আহমদ (ওমান), সহ শ্রম বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ (স্পেন ), মহিলা বিষয়ক সম্পাদিকা আফিয়া বেগম (আমেরিকা)।
কার্যকরী সদস্য যথাক্রমে:
সৈয়দ মোহাম্মদ ইউছুফ (কুয়েত) ,বদরুল ইসলাম (আমেরিকা),মুহাম্মদ ইমতিয়াজ (সৌদি আরব),
মফিজুর রহমান শাহজাহান (আমেরিকা),আনিসুজ্জামান আনিস (আমেরিকা),মো: আবদুল্লাহ (বাহরাইন) ,ফয়সল আহমদ (গ্রীস),আবদুর রউফ (লন্ডন),নিজাম উদ্দিন (আমেরিকা) ও ইবরাহীম খলিল (লন্ডন)।