
সিলেটের বার্তা ডেস্ক:: সুনামগঞ্জের ছাতকে বিজিবি-পাথর শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিজিবির দায়ের করা মামলায় ৩ আসামী আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-রতনপুর গ্রামের সুরুজ আলীর ছেলে নিজাম উদ্দিন (২৮), তানজিদ আলীর ছেলে জুয়েল মিয়া (২৪) ও ছোয়াব আলীর ছেলে আল-আলিন (২৫)।
শনিবার (২২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি মোস্তফা কামাল।
তিনি বলেন, শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রতনপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার ওসি মোস্তফা কামালের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
স্থানীয়রা জানান, গ্রেফতারকৃরা কেউ মামলার এজাহারভুক্ত আসামী নয়। ১৮ আগষ্ট ভোর রাতে বাইরং নদী থেকে চোরাই পথে পাথর উত্তোলনে বাঁধা দেয়ার ঘটনায় পাথর শ্রমিকদের সাথে বিজিবি সদস্যদের সংঘর্ষে ৩ বিজিবি সদস্যসহ অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছে।
এ ঘটনায় নোয়াকোট বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল হালিম বাদী হয়ে ছাতক থানায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।