
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা এলাকা থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল সুনামগঞ্জ সদর থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
এসময় জড়িত থাকার অপরাধে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে গত ২ জুলাই একটি মোটরসাইকেল ছিনতাই হয় (মামলা নং ৪)। গোপন সংবাদের ভিত্তিতে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এসআই জগৎ জ্যোতি একদল পুলিশ নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ সদরের নতুন কোর্ট এলাকায় অভিযান চালান।
আব্দুর রশিদ মার্কেটের ওয়াজ বক্স অটোপার্স সার্ভিস সেন্টার (সাজেন এর গ্যারেজ) এর সামনে থেকে সুনামগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
তারা হলো সুনামগঞ্জ সদর থানার মাইজবাড়ী গ্রামের রেনু মিয়ার ছেলে আরফিুল ইসলাম রাসুম (১৯) ও সুনামগঞ্জ সদরের কালীবাড়ী দিশারী ২৭ নম্বার বাসার মকবুল হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক।
পুলিশ এসময় আবু বক্কর সিদ্দিক এর হেফাজতে থাকা ছিনতাই হওয়া মোটরসাইকেল (সিলেট-হ-১১-৬৪১৯) উদ্ধার করে।