আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৯:২৯

বালাগঞ্জে অর্ধ কিলোমিটার কাঁচা সড়কে ৬ গ্রামের দুর্ভোগ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২১, ২০২০, ০৭:২৯ অপরাহ্ণ
বালাগঞ্জে অর্ধ কিলোমিটার কাঁচা সড়কে ৬ গ্রামের দুর্ভোগ

বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জে অর্ধ কিলোমিটার কাঁচা সড়কের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে ৬ গ্রামের মানুষের।

উপজেলার নশিওর পুর-খন্দকার বাজার সড়কের মাত্র অর্ধ কিলোমিটার সড়ক কাঁচা থাকায় প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে ৬ টি গ্রামের হাজারো মানুষকে।

সিলেট -সুলতান পুর বালাগঞ্জ সড়কের সাথে ওসমান পুর – নাজির বাজার সড়কের সংযোগ রক্ষাকারি বাইপাস এ সড়কটি নশিওর পুর হতে খন্দকার বাজার পর্যন্ত দুরুত্ব মাত্র দেড় কিলোমিটার।জন গুরুত্বপূর্ণ এ বাইপাস সড়কের এক কিলোমিটার অংশ ১৯৯৬ ইং সনে পাকাকরণের কাজ সম্পন্ন হয়।

জানা যায়, ১৯৯৫ ইং সনে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা শাহ আজিজুর রহমানের সুপারিশে সিলেট জেলা পরিষদ উক্ত এক কিলোমিটার সড়ক পাকাকরণ কাজ বাস্তবায়ন করে।

সড়কের অর্ধ কিলোমিটার পাকা না হওয়ায় এর সুফল পাচ্ছেন না এলাকাবাসী। এ সড়কটি পুরোটা পাকা হলে বালাগঞ্জ, ওসমানী নগর ও দক্ষিন সুরমা উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ আরও সহজতর হবে।এ সড়ক ব্যবহারকারি ৬ গ্রামবাসি ও স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষর্থী সহ হাজার হাজার যাতায়াতকারী প্রায় ৪ কিলোমিটার ঘুরে বিকল্প সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।

এতে সময় ব্যয়ের পাশাপাশি তারা নিত্য দুর্ভোগে পড়ছেন। ভুক্তভোগী গ্রামবাসি জানান প্রায় দুই বছর আগে স্থানীয় এমপি মহোদয় গ্রামবাসি ও স্থানীয় আওমীলীগ নেতৃবৃন্দের আহবানে সরেজমিনে উক্ত সড়ক পরিদর্শন করে পাকা করণের আশ্বাস প্রদান করেন – আশ্বাসের দুই বছর পেরিয়ে গেলে ও সড়ক পাকা করণে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইস্তা মিয়া জানান, মাত্র ওই অর্ধ কিলোমিটার সড়ক পাকা না করায় বন্যা ও অতি বৃষ্টিতে সড়কের কাঁচা অংশ চলাচল অনুপযোগী হয়ে পড়ে।

জন সাধারণের পাশাপাশি মুমূর্ষু রোগী ও শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগী গ্রামবাসী ওই অর্ধ কিলোমিটার সড়ক পাকাকরণ করতে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিভিন্ন সময়ে আবেদন নিবেদন করেছেন সড়কের কাজ সম্পন্ন করতে কার্যকর কোন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না।জনগুরুত্বপূর্ণ নশিওর পুর-খন্দকার বাজার এ সড়কের অর্ধ কিলোমিটার কাচা অংশ পাকা করণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট উর্ধতন কর্তিপক্ষের নিকট দাবী জানিয়েছেন এলাকাবাসী ।

আরও পড়ুন:  সিলেটে ১৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১