আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৮:৫৬

নারী মাদক ব্যবসায়ীসহ দুইজনকে ধরল র‌্যাব

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২১, ২০২০, ০৩:৪৫ অপরাহ্ণ
নারী মাদক ব্যবসায়ীসহ দুইজনকে ধরল র‌্যাব

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর ও জালালাবাদ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ীসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৯।

আটককৃত ইয়াবা ব্যবসায়ী হলেন- শিউলি আক্তার ও রাজু আহমদ।

এসময় দু’জনের কাছ থেকে ৭৬৩ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে বিমানবন্দর ও জালালাবাদ থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে।

শুক্রবার (২১ আগস্ট) সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে বৃহস্পতিবার (২০ আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার একেএম কামরুজ্জামান।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) র‌্যাব-৯ এর একটি দল বিমানব্দর থানাধীন বাইপাস এলাকা থেকে ২০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শিউলি আক্তারকে (২২) গ্রেফতার করেছে। শিউলি গোয়াইনঘাট থানাধীন বিত্তরগুল গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে জালালাবাদ থানায় শিউলিকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করে।

এছাড়া র‌্যাবের অপর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জালালাবাদ থানাধীন টুকেরবাজার থেকে ৫৬২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাজু আহমেদকে (২৪) গ্রেফতার করেছে। রাজু জালালাবাদ থানাধীন পূর্ব লুহারমল গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে জালালাবাদ থানায় রাজুকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করে।

আরও পড়ুন:  সিলেটের তিনটিসহ ২৫ পৌরসভায় নৌকার টিকিট যাদের হাতে (তালিকাসহ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১