
সিলেটের বার্তা ডেস্ক:: এবার নির্বাচন কমিশনে আঘাত হানলো প্রাণঘাতী ভাইরাস করোনা। মরণব্যধি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইসির ৭৯ জন কর্মকর্তা-কর্মচারী।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে জানান ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক।
তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও এর মাঠপর্যায়ের কার্যালয়ের ৭৯ জন কর্মকর্তা-কর্মচারি করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ সাইদুল ইসলামসহ মোট ৫৮ জন রাজস্বখাতের কর্মকর্মতা-কর্মচারি আর বাকি ২১ জন আউটসোর্সিং খাতের জনবল।
করেনায় আক্রান্ত রাজস্বখাতের ৫৮ জনের মধ্যে ২৬ জন কর্মকর্তা এবং ৩২ জন কর্মচারি। আর আউটসোর্সিংয়ের ২১ জনই কর্মচারি জানান তিনি।
তিনি আরো জানান, করোনায় আক্রান্তদের মধ্যে ৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা নিজ নিজ বাসায় হোমকোয়ারেন্টাইন/আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন। তবে কেউ মারা যাননি।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস এখন সারাবিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। এতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ২০ লাখ ৭০ হাজার প্রায়। মৃতের সংখ্যা ৭ লাখ ৭৭ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা ১ কোটি ৪৮ লাখেরও বেশি। গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। এ ভাইরাসে দেশে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।