
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: মহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার অবশেষে স্বাস্থ্যবিধি মেনে খুলল সিলেটের তামাবিল স্থলবন্দর।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় শুরু হয় উক্ত স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
প্রথম দিনে পাথর আমদানি অব্যাহত থাকলেও রপ্তানি কার্য্যক্রম বন্ধ ছিলো। উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের তরফে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ভারত থেকে পাথর বাহি ট্রাক নেমে আসলে সিলেটের তামাবিল চুনাপাথর,পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ তামাবিল জিরো পয়েন্টে পন্যবাহী ট্রাকের চালককে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে ভারতীয় পাথর ট্রাক গ্রহণ করেন।
এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্যস্ততম তামাবিল স্থলবন্দর আমদানি কার্যক্রম শুরু হলে তামাবিলে এখানকার বিনিয়োগকারী ব্যবসায়ী এবং পাথর,কয়লা সাপ্লাইয়ার মিলন মেলায় পরিণত হয়। মোটরসাইকে, প্রাইভেট কার যোগে তামাবিল এসে সমবেত হন কয়েক শতাধিক ব্যবসায়ীগণ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তামাবিল চুনাপাথর,পাথর কয়লা আমদানিকারক গ্রুপের সহ সভাপতি মনিরুজ্জামান মিন্টু, আলহাজ জালাল উদ্দিন,সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন, ফখরুল ইসলাম,জাকির হোসেন,শারপ হোসেন,জাকির হোসেন,সৈয়দ শামীম আহমদ,মুস্তাফিজুর রহমান লিলু প্রমুখ।