
সিলেটের বার্তা ডেস্ক:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি, মিলাদ ও দোয়া মাহফিল, শিরণী বিতরণসহ নানা কর্মসূচী পালন করেছে সিলেট মহানগর যুবলীগ।
শনিবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিরণী বিতরণ করা হয়।
মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার এর নেতৃত্বে এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক মহানগর আ.লীগ নেতা ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
এছাড়াও সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।