আজ শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি, ভোর ৫:৪৩

সিলেটে ফুলেল শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২০, ১২:৩৩ অপরাহ্ণ
সিলেটে ফুলেল শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটে ফুলেল শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগ, সিলেট প্রশাসনসহ সর্বস্তরের জনগণ।

শনিবার (১৫ আগস্ট) সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের করেন নেতৃবৃন্দ।

সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্দা. মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, আনোয়ার হোসেন আলাওর, আব্দুর রহমান জামিলসহ সাবেক কমিটির অন্যান্য নেতারা।

আজ সকাল থেকেই সিলেটে শুরু হয় শোকদিবসের শ্রদ্ধা নিবেদন কার্যক্রম। সর্বপ্রথম সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে সকাল ৭টায় শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

পরে সকাল ৯টায় সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে সিলেট মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তাতী লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পুষ্পশ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করেন।

এর আগে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শোকর‌্যালি বের করা হয়। সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এদিকে, সকাল ১০ টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা অর্পণ করেন সিলেট জেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন:  লন্ডন থেকে ১১৬ যাত্রী নিয়ে ফ্লাইট নামল সিলেটে

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১