আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ১:০৮

শাবির ল্যাবে পজিটিভ হওয়া ৪০জন যে এলাকার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৪, ২০২০, ০৯:৪৬ অপরাহ্ণ
শাবির ল্যাবে পজিটিভ হওয়া ৪০জন যে এলাকার

সিলেটের বার্তা ডেস্ক:: শুক্রবার (১৪ আগস্ট) সিলেটে নতুন করে আরও ৪০ জনের শরীরে মরণব্যধি করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এদের করোনা ভাইরাস পজেটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি.এম. নূরনবী আজাদ জুয়েল।

নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।

জি.এম. নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ শুক্রবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ৪০ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে সিলেটের ১৩ জন, সুনামগঞ্জের ২৩ জন ও হবিগঞ্জ জেলার ৪ জন রয়েছেন।

সবশেষ শুক্রবার (১৪ আগস্ট) সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ৯ হাজার ১৭৫ জন।

আরও পড়ুন:  পাঁচ বছর পর জ্বলে উঠেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০