আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৮:০১

অটোরিকশা শ্রমিক ইউনিয়ন গহরপুর শাখার উপ-পরিষদের অনুমোদন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৪, ২০২০, ০৯:০৪ অপরাহ্ণ
অটোরিকশা শ্রমিক ইউনিয়ন গহরপুর শাখার উপ-পরিষদের অনুমোদন

বালাগঞ্জ প্রতিনিধি:: অনুমোদন পেয়েছে সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুরে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উপ-পরিষদের নতুন কমিটি।

সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৭০৭) এর অর্ন্তভূক্ত বালাগঞ্জ গহরপুর শাখায় নবনিযুক্ত উপ-পরিষদের মো. আব্দুল জলিলকে আহবায়ক করে ৭ সদস্যের উপ-পরিষদের অনুমোদন দেয়া হয়।

সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. আজাদ মিয়া সাক্ষরিত অনুমোদন পত্রে গত ৯ আগস্ট এ অনুমোদন প্রদান করা হয়।

জানা যায়, গত ১৬ /৩/২০ ইং জেলা কার্যালয়ের নির্বাচন কমিশন থেকে বালাগঞ্জ সি এন জি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন গহর পুর উপ-পরিষদের নির্বাচনী তফশিল ঘোষনা করা হয়। এরই ধারাবাহিকতায় প্রার্থীগণ মনোনয়ন দাখিল করেন। গত ২৪/৩/২০ ইং দেশে কোভিড ১৯ মহামারী থাকায় সরকারি নির্দেশনা অনুযায়ী যাবতীয় সাংগঠনিক কার্যক্রমসহ নির্বাচনি কার্যক্রম স্থগিত করা হয়।গত ৬/৮/২০ ইং উক্ত উপ-পরিষদ নির্বচনে অংশ গ্রহনকারি ১৩ জন প্রার্থী মহামারী করোনা ভাইরাসে মানবেতর জিবন যাপনের কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। তাদের আবেদন বিবেচনা পূর্বক কমিশন জরুরি বৈঠক করে ১৬/৩/২০ ইং তারিখের ঘোষিত তফশিল বাতিল করা হয় পাশাপাশি পূর্বের গৃহীত সাংগঠনিক সকল সিদ্ধান্ত বাতিল করা হয়।

প্রার্থীগণকে মনোনয়নফি ফেরত নেওয়ার জন্য বলা হয় সে আলোকে ২৩/২/২০ ইং নিয়োগপ্রাপ্ত আহবায়ক কমিটি বাতিল করে ৯/৮/২০ ইং ৭ সদস্য বিশিষ্ট কমিটিকে ৬ মাস মেয়াদে উপ-পরিষদ পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়। কমিটির সদস্যরা হলেন আব্দুল জলিল, মোঃ ফুলু মিয়া, মোঃ আব্দুল্লা মিয়া মাসুক মিয়া, আজিজুল মিয়া, আব্দাল মিয়া, আমির আলী।

আরও পড়ুন:  নগরীতে রোজাদারদের মাঝে ছাত্রলীগ নেতা অপুর ইফতার ও মাস্ক বিতরণ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১