
সংবাদ বিজ্ঞপ্তি:: সিলেট নগরীর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের বড় ভাই ও ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সদস্য মো. কয়েছ খানের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মো. কয়েছ খান (৬০) বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ২টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি বাধ্যক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। তিনি নগরীর ২৭ নং ওয়ার্ডের পাঠানপাড়ার বাসিন্দা। মৃত্যুকালে তিনি ১ ছেলে ৪ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে গেছেন।