
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ বিদেশি মদের চালান রেখে পালিয়ে গেছে চোরাকারবারিরা।
পুলিশের মাদক বিরোধি অভিযানে ভারতীয় অফিসার চয়েসসহ বিভিন্ন ধরণের ২৬৪ বোতল মদের চালান উদ্ধার করা হয়।
বুধবার (১৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই যীশু দত্ত, এসআই আব্দুল মান্নান, এসআই মাসুম, এএসআই মশিউরসহ পুলিশের একটি দল গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই টিক্কারচর এলাকা থেকে ভারতীয় মদের এ চালানটি আটক করে। এসম পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের বাজার মূল্য প্রায় ২ লাখ ৬৮ হাজার ৪শত টাকা।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৬৪ বোতল ভারতীয় মদ আটক করেছে। মাদকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।