আজ শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৭:১২

এবার করোনায় আক্রান্ত মন্ত্রী শাহাব উদ্দিন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ১২, ২০২০, ০৮:৫৩ অপরাহ্ণ
এবার করোনায় আক্রান্ত মন্ত্রী শাহাব উদ্দিন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ফাইল ছবি

সিলেটের বার্তা ডেস্ক:: এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বুধবার (১২ আগস্ট) তাঁর করেনা পরীক্ষার নমুনা পজেটিভ আসে।

বিষয়টি মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে সরকারের কয়েকজন মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ধর্মবিষয়ক মন্ত্রী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯-এর উপসর্গ থাকায় মঙ্গলবার (১১ আগস্ট) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পরিবেশ মন্ত্রীর নমুনা পরীক্ষা করা হয়। বুধবার দুপুরে তার ফলাফল পজিটিভ আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি হবেন।

সংশ্লিষ্টরা জানান, এখন তিনি সিএমএইচে পৌঁছেছেন। ভর্তির প্রক্রিয়া চলছে। মন্ত্রীর শারীরিক অবস্থা এখনও ভালো। তবে তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন।

আরও পড়ুন:  এবার করোনায় আক্রান্ত রজত কান্তি গুপ্ত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১