মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন সিলেট অধ্যাপক জাকির হোসেন।

শিক্ষাঙ্গন বার্তা:: সিলেট নগরীর মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
স্থানীয় এলাকাবাসী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রস্তাবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণে সম্মতি প্রকাশ করেন।
এব্যাপারে কথা হলে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, সিলেট নগরীর স্বনামধন্য এই বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করে গেছেন সাবেক সংসদ সদস্য মরহুম দেওয়ান ফরিদ গাজী ও সাবেক সিটি মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানসহ সিলেটের অনেক গুণিজনরা। শিক্ষার প্রসারে তাদের এসব কর্মকান্ডে আমি উৎসাহিত ও অনুপ্রাণিত হয়ে এ দায়িত্ব গ্রহণে সম্মতি জানাই।
অধ্যাপক জাকির হোসেন বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়নসহ সার্বিক উন্নতি-অগ্রগতির জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।