
সিলেটের বার্তা ডেস্ক:: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকসে কটূক্তি করায় সিলেটের হুমায়ুন রশীদ চত্বর থেকে এক যুবককে আটক করেছে র্যাব-৯।
আটককৃত তাজুল ইসলাম সাজু (৩০) সিলেটের বিশ্বনাথ উপজেলার খাদিমপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে কটূক্তি এবং রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে রবিবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাসহ সিলেট নগর পুলিশের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।