
বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জে সমাজের কল্যাণে নিবেদিত হওয়ার জন্য আগামি ১৫ আগস্ট আত্মপ্রকাশ করতে যাচ্ছে ইব্রাহিমপুর সমাজকল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবি সংগঠন।
উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের নামেই নামকরণ করা হয়েছে এই সংগঠনটির।
সরকারের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা দারিদ্র বিমোচন, দুর্যোগ দুর্ভোগে সহায়তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্থানীয় যুব সমাজের উদ্যােগে ইব্রাহিম পুর সমাজ কল্যাণ সংস্থা গঠন করা হচ্ছে।
ইতোমধ্যে সংগঠনের নীতিমালা প্রণয়ন ও কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে সংস্থার কার্যক্রমের যাত্রা শুরু হবে।
জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের জন প্রতিনিধি গণ অতিথি হিসেবে উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। স্থানীয় ইব্রাহিম পুর গ্রামের তরুণ সমাজকর্মী আব্দুল আলম পিন্টুর বাড়িতে উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিতি ও সংস্থার কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালিত হতে সবার কাছে দোয়ার আহবান জানিয়েছেন সংস্থার সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।