আজ সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সকাল ৮:৪৫

গোয়াইনঘাটে মাদরাসা ছাত্রী লাঞ্চনাকারী বখাটে জহিরসহ দোষীদের শাস্তির দাবি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ৯, ২০২০, ০৬:৪৭ অপরাহ্ণ
গোয়াইনঘাটে মাদরাসা ছাত্রী লাঞ্চনাকারী বখাটে জহিরসহ দোষীদের শাস্তির দাবি

গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাটে মাদরাসা ছাত্রী কামিমা বেগম এর শারীরিক নির্যাতন ও লাঞ্চনাকারী বখাটে জহিরসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

উপজেলার লাফনাউট মাদরাসার ছাত্র সংসদের উদ্যোগে আজ রবিবার (৯ আগস্ট) এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল ১০টায় সিলেট সারীঘাট-গোয়াইনঘাট সড়ক অবরোধ করে চলে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

০৩ আগস্ট সোমবার দুপুর সাড়ে ১২টায় নানীর দাফনের জন্য নানার বাড়ী যাওয়ার পথে রাউতগ্রাম মসজিদের সামন থেকে জহির উদ্দিন কাকড়াসহ গং সন্ত্রাসীরা। এ ঘটনায় কয়েক দিন অতিবাহিত হলেও জড়িত অপরাধীদের গ্রেফতার না করায় ফুসে উঠেন আলেম সমাজ এবং এলাকার সচেতন মহল। অবশেষে এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা রুজু হয়েছে। মামলা (নং- ০৮) তারিখঃ ০৮ আগস্ট ২০২০ ইং।

এ ব্যাপারে কথা হলে, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ জানান, মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টা ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। জড়িত অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। অচিরেই অপরাধীদের গ্রেফতার করা হবে।

আরও পড়ুন:  ফুটবল খেলা নিয়ে জালালপুরে সংঘর্ষ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০