আজ শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৬:২৯

বিভাগের মধ্যে সিলেটেই বেশী করোনা রোগী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ৯, ২০২০, ১২:৪৯ অপরাহ্ণ
বিভাগের মধ্যে সিলেটেই বেশী করোনা রোগী

নিজামুল হক লিটন:: সিলেট বিভাগে মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা রবিবার (৯ আগস্ট) সকাল পর্যন্ত ৮ হাজার ৫শ’ ৮২ জনে দাঁড়িয়েছে।

বিভাগে সাড়ে ৮হাজার রোগীর মধ্যে সবচেয়ে বেশী করোনা রোগী সিলেট জেলার ৪ হাজার ৬শ’ ২৫ জন।

সবচেয়ে কম মৌলভীবাজারে ১ হাজার ৯৯ জন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে সুনামগঞ্জে ১ হাজার ৬০১, হবিগঞ্জে ১ হাজার ২৫৭ জন।

করোনার রেড সিলেটে প্রতিনিয়ত বাড়তেই আছে মরণব্যধি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৭ আগস্ট সিলেট বিভাগে করোনায় দুইজনের মৃত্যু হলেও গত ২৪ ঘন্টায় মৃত্যু দেখেনি সিলেট।

এদিকে গত ২৪ ঘন্টায় বিভাগটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৮৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলার ৪২ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজারের ৩০ জন। এই সময়ে বিভাগে সুস্থ হয়েছেন ৭৬ জন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে কেউ মারা যাননি।

অন্যদিকে সিলেট বিভাগের ৩ হাজার ৯৫২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ২৫২, সুনামগঞ্জে ১ হাজার ২২৩, হবিগঞ্জে ৮০৯ ও মৌলভীবাজারে ৬৬৮ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

আর সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ১১২, সুনামগঞ্জে ১৭, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজারে ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২১৮ জন। এরমধ্যে ১৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

আরও পড়ুন:  করোনায় আক্রান্ত দেশের প্রথম সাংসদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১