আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:২৪

করোনায় মারা যাওয়া বিয়ানীবাজারে প্যানেল মেয়রের দাফন সম্পন্ন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ৮, ২০২০, ০২:৪৪ অপরাহ্ণ
করোনায় মারা যাওয়া বিয়ানীবাজারে প্যানেল মেয়রের দাফন সম্পন্ন

করোনায় মারা যাওয়া বিয়ানীবাজারে প্যানেল মেয়রের দাফন সম্পন্ন

সিলেটের বার্তা ডেস্ক:: প্র্র্রাণঘাতী করোনা ভাইরাসে মারা যাওয়া সিলেটের বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র রোশনা বেগমের দাফন সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার পৌর এলাকার সুপাতলা গ্রামের নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।
এর আগে সুপাতলা শাহী ঈদগাহ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগের নির্ধারিত নারী স্বেচ্ছাসেবকরা মরদেহ গোসল করিয়ে দাফনের জন্য প্রস্তুত করতে সহযোগিতা করেন।

নিহত রুশনা বেগম (৫৫) সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র ছিলেন। গতকাল (৭ আগস্ট) শুক্রবার রাত ১০টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, রুশনা বেগম হৃদরোগজনিত কারণে গত পাঁচদিন আগে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরের নমুনা পরীক্ষা করানো হলে করোনাভাইরাস ধরা পড়ে। সে হাসাপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল মৃত্যুর কোলে ঢলে পড়েন।

করোনায় মারা যাওয়া রুশনা বেগমের বাড়ি পৌরসভার সোপাতলা গ্রামে। তিনি দুই সন্তানের জননী।

আরও পড়ুন:  সিলেটে এসএমপির ৩৫ মামলা, ৪১ হাজার টাকা জরিমানা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০