
সিলেটের বার্তা ডেস্ক:: ২০০৪ সালের ৭ আগস্ট সিলেটের হোটেল গুলশানে বিএনপি-জামায়াত জোটের গ্রেনেড হামলায় নিহত মহানগর আওয়ামী লীগের তৎকালীন প্রচার সম্পাদক মো. ইব্রাহিমের মৃত্যুবাষির্কী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৭ আগস্ট ) বাদ জুম্মা সিলেট নগরীর ঘাসিটুলা মজুমদারপাড়া ফজলুল হক জামে মসজিদে সিলেট মহানগর আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল হয়।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোজাম্মেল হোসেন চৌধুরী ও মাওলানা মো. জাহাঙ্গীর আলম। দোয়া মাহফিলে গ্রেনেড হামলায় নিহত মহানগর আওয়ামী লীগ নেতা মো. ইব্রাহিমের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি প্রয়াত সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনা ও করোনায় আক্রান্ত মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও তার সহধর্মিনীর সুস্থ্যতা কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এই মহামরি করোনা ভাইরাস থেকে সকলকে রক্ষা করতে মহান রাব্বুল আল আমিনের দরবারে বিশেষ মোনাজাত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, আওয়ামী লীগ নেতা সৈয়দ শামীম আহমদ, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান, কাউন্সিলর ইলিয়াছুর রহমান, তারেক উদ্দিন তাজ, সেলিম আহমদ, জালাল উদ্দিন শাবুল, শেখ সুরুজ আলম, মো. ওয়ারিস মিয়া, অ্যাডভোকেট মোস্তফা দিলোয়ার, শেখ সুহেল আহমদ কবির, মো. হাবিবুর রহমান, জাহিদ সরোয়ার সবুজ, মো. জাহাঙ্গীর আলম, গোলাম কিবরিয়া মাসুক, আব্দুল হাই আল হাদী, সোহেল রানা, মাসুদ রানা, মারওয়ান আহমদ, মো. নিজাম উদ্দিন, আব্দুস সালাম, সিরাজুল ইসলাম সিরাজুল, ফাহিম আহমদ, আবির হোসেন রানা, আওয়ামী লীগ নেতা মরহুম ইব্রাহীমের ভাই বাবলা ব্রাদার্সের সত্ত্বাধিকারী এম. রফিকুল আলম, মো. জাফর আহমদ, রাজ হোসেন রাজু, আদনান সোয়েব, সাজু আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।