
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার আবু জাফর রাজু।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সিলেট নগরীর কুমারপড়াস্থ হযরত মানিকপীর (রহ.) গোরস্তানে তার কবর জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু, সেলিম আহমদ সেলিম, গোলাম কিবরিয়া মাসুক, মেহেদী কাবুল, আব্দুল হাই আল হাদী,শাহ আলম শাওন, সিরাজুল ইসলাম মিরাজুল, মামুন আহমদ।