
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাটে গ্রামবাসীর দাবির পক্ষে প্রতিবাদ করায় সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা যায়, গোয়াইনঘাটের ৬ নম্বর ফতেহপুর ইউনিয়নের ‘পুরাতন ভবন’ মধুবন কোম্পানীর কাছে ১০ বছর মেয়াদি লিজ প্রদান করার প্রতিবাদ করায় দৈনিক সিলেটের দিনকালের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মো. ইসলাম আলীকে হত্যা চেষ্টার অভিযোগ করেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের জানের নিরাপত্তা চেয়ে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাংবাদিক মো. ইসলাম আলী।
সূত্রে জানা যায়, সম্প্রতি গোয়াইনঘাটের ৬ নম্বর ফতেহপুর ইউনিয়নের পুরাতন ভবন একটি কোম্পানীর কাছে ১০ বছর মেয়াদি লিজ প্রদান করা হয়। এতে ফুসে ওঠে ইউনিয়নে সাধারণ জনগণ।
এই লিজের বিরুদ্ধে সাধারণ জনগণের অনুরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গণস্বাক্ষর সংগ্রহ করেন বিগত নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ইসলাম আলী।
গত ৪ আগস্ট রাত ১১টায় মো. ইসলাম আলী গণস্বাক্ষর সংগ্রহ করতে ফতেহপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্বের তিন মৌজার রাঙামাটি গ্রামে থেকে ফিরে আসার সময় তাহার সঙ্গে থাকা মোটরসাইকেলের সামনের স্টারিং ভাঙা দেখতে পান। তিনি মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে সামনে দিকে এগিয়ে গেলে পেছন দিক থেকে ১০-১২জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে।
তিনি জীবন রক্ষার্থে মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে গিয়ে একটি বাড়িতে আশ্রয় নেন। সেখানে তিনি অজ্ঞান হয়ে পড়েন। হত্যা করতে না পেরে সকালবেলা অচেতন অবস্থায় তার ছবি তুলে একটি মহল তার ভাবমূর্তি নষ্টের জন্য ফেসবুকে ছড়িয়ে দেয়। এবং বিভিন্ন অশালীন ভাষা ব্যবহার করে। তাকে সেখান থেকে দু’জন লোক উদ্ধার করে বাড়িতে এনে প্রাথমিক চিকিৎসা দেয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ বলেন আমরা সাংবাদিক মো. ইসলাম আলীর উপর হত্যাচেষ্টার অভিযোগটি পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব।