
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে যুবলীগ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শতাধিক গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃহস্পতিবার পর্যটনস্পট বিছনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই সামাজিক বনায়ন বৃদ্ধির এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা যুবলীগের সভাপতি মো. শামীম আহমদ (ভিপি)।
উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, শামীম আহমদ, জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, শাহিন আহমদ, হিফজুর রহমান খান, এম মহিউদ্দিন মহি, ওবায়দুল হক ইসহাক, সাইদুল খান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফারুক আহমদ,যুুুগ্ম আহবায়ক মোঃ শাহাবুদ্দিন, সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, তাজউদ্দীন,সুবাস দাস, কামাল হোসেন, সোহেল আহমদ, গোলাম করিম শামীম সালেহ আহমদ, বিধান চন্দ, নুরুল মুমিন জাহেদ, সুহান দে,ইউনিয়ন যুবলীগ নেতা ফয়সল আহমদ, আফাজ উদ্দিন, ইদ্রিস আলী,মামুন পারভেজ রফিক সরকার,আব্দুর রাজ্জাক প্রমুখ।
এদিকে গোয়াইনঘাট উপজেলা যুবলীগের এই বৃক্ষরোপন কর্মসুচীর আগে পথিমধ্যে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমানের কবর জিয়ারত করেন সিলেট জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মীরা।