
সিলেটের বার্তা ডেস্ক:: জরুরী অবস্থায় ঢাকায় নেয়া হচ্ছে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে।
মহামারী করোনা ভাইরাসের ফলাফল পজেটিভ আসায় বুধবার (৫ আগস্ট) রাতে তাকে ঢাকায় নেয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়।
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের পারিবারিক সূত্রে এতথ্য নিশ্চিত করেছেন।
আজিজুর রহমান সিলেট বিভাগের প্রবীণ রাজনৈতিক ব্যাক্তিত্ব। তিনি বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যান ও কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে মৌলভীবাজার রার্ডার থেকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হবে। পরিবারের পক্ষ থেকে উনার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।