
সংবাদ বিজ্ঞপ্তি:: নেত্রকোনার মদন হাওরে নৌডুবিতে নিহত আলেম-হাফেজদের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় ছাত্র জমিয়ত সিলেট জেলা শাখার সভাপতি ফরহাদ আহমদ ও সাধারণ সম্পাদক লুকমান হাকিম দুর্ঘটনায় নিহত শহীদদের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে তাঁদের বহনকারী ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। এতে এ পর্যন্ত পানিতে ডুবে প্রায় ১৭জন শাহাদাত বরণ করেছেন।
সার্বিক সহযোগিতা, চিকিৎসাসেবা ও অসুস্থদেরকে নিরাপত্তা, হয়রানীমুক্ত স্বজনদের কাছে পৌঁছে দিতে প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেন তারা।