আজ শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলহজ, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:২০

স্ত্রীসহ করোনা আক্রান্ত রংপুর সিটি মেয়র

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ৪, ২০২০, ০২:১৪ অপরাহ্ণ
স্ত্রীসহ করোনা আক্রান্ত রংপুর সিটি মেয়র

রংপুর সিটির মেয়র মোস্তাফিজুর রহমান

সিলেটের বার্তা ডেস্ক:: মরণব্যধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রংপুর সিটির মেয়র মোস্তাফিজুর রহমান ও তার সহধর্মিনী জেলি রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. আব্দুল কাইয়ুম জানান, সোমবার (৩ আগস্ট) রাতে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

জানা যায়, শনিবার (১ আগস্ট) নগরীর বাবুখাঁয় স্থানীয় এক ব্যক্তির জানাজার নামাজে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মেয়র। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। করোনা আক্রান্ত হয়েছেন ধারণা করে ওইদিন সন্ধ্যায় মেয়র ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে তাদের করোনা আক্রান্তের বিষয়টি রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে মেয়র ও তার স্ত্রী নগরীর খামার মোড় এলাকার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন বলে জানান আব্দুল কাইয়ুম।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০