আজ শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৭:২৫

‘করোনা নিরাময়কারী ভ্যাকসিন আবিস্কার নাও হতে পারে’

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ৪, ২০২০, ০২:০৫ অপরাহ্ণ
‘করোনা নিরাময়কারী ভ্যাকসিন আবিস্কার নাও হতে পারে’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গেব্রিয়েসাস

আন্তর্জাতিক বার্তা:: প্রাণঘাতী করোনা ভাইরাসকে শতভাগ নিরাময়কারী ভ্যাকসিন আবিস্কার নাও হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার (৩ আগস্ট) প্রেস ব্রিফিংয়ে এমনটি জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

তিনি বলেন, বিশ্ব করোনা মুক্ত হতে এবং আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে আরও সময় লাগতে পারে। এই সংকটময় পথ অনেক দীর্ঘ হতে পারে বিশ্ববাসীর জন্য। কারণ করোনাভাইরাসকে একেবারে নিশ্চিহ্ন করতে সক্ষম এমন ভ্যাকসিন আমরা নাও পেতে পারি।

এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মকাণ্ড বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, এই পরিস্থিতিতে দেশগুলোকে সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা, হাত ধোয়া ও আক্রান্ত ব্যক্তি শনাক্তে নিয়মিত পরীক্ষা করা অব্যাহত রাখতে হবে।

ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, জনগণ ও সরকারকে দেওয়া বার্তাটি পরিষ্কার। নিজেকে নিরাপদ রাখতে এ সবই মেনে চলতে হবে। এ সংকটকালীন পরিস্থিতিতে বিশ্বজুড়ে সংহতির প্রতীক হয়ে উঠতে পারে ফেস মাস্ক।

চীনের উহান শহরে গত বছর ডিসেম্বর থেকে দেখা যাওয়া এই নতুন ভাইরাস মূলত ফুসফুসে বড় ধরনের সংক্রমণ ঘটায়। জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষ্মণ। নতুন ভাইরাসটির জেনেটিক কোড বিশ্লেষণ করে দেখা গেছে এটি অনেকটাই সার্স ভাইরাসের মতো। এখনও পর্যন্ত এ ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি।

আরও পড়ুন:  ভয়াল ২৫শে মার্চ আজ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১