
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমার চন্ডীপুলে প্লাস্টিকের গোদামে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৩ আগস্ট) গভীর রাতে চন্ডিপুলস্থ সুমাইয়া আক্তার সুমি প্লাস্টিক এন্ড কোং-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ও কয়েকটি মেশিন পুড়ে যায়।
এ ঘটনায় সুমাইয়া আক্তার সুমি প্লাস্টিক এন্ড কোং এর পরিচালক ফিরোজ মিয়া দক্ষিন সুরমা থানায় সাধারণ ডায়েরি (নং-৭০) করেন।
জিডিতে উল্লেখ করা হয়, রোববার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসম প্রায় ৫০লক্ষ টাকার মালামাল ও মেশিন পুড়ে যায়। প্রাণের বোতল প্রায় ৩৪ টন, আন রেডি মাল প্রায় ১৫ টন, কাটার মেশিন ১টি, ডায়ার মেশিন ১টা, ওয়াশ মেশিন ১টি। যার সর্বমোট মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।