
শুভেচ্ছা বার্তা:: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি, মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও সিলেটের বার্তা টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক মন্ডলীর উপদেষ্টা মো. আব্দুর রহমান জামিল।
শুক্রবার রাতে এক শুভেচ্ছা বার্তায় তিনি সিলেট নগরবাসী, বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীসহ সকল শুভানুধ্যায়ী, ব্যবসায়ীবৃন্দকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মো. আব্দুর রহমান জামিল বলেন, কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।
ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।তিনি চলমান সংকটাপন্ন সময়ে করোনা ভাইরাস সংক্রামণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে নিজে সু রক্ষিত এবং অন্য কে সু রক্ষিত রাখতে সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।