আজ রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:০১

মদীনা ইউনিভার্সিটির ডীন ড. আযমীর ইন্তেকাল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ৩১, ২০২০, ০৯:২৪ অপরাহ্ণ
মদীনা ইউনিভার্সিটির ডীন ড. আযমীর ইন্তেকাল

শিক্ষাঙ্গন বার্তা:: বিশ্বনন্দিত বিশ্ববিদ্যালয় মদীনা ইউনিভার্সিটির ডীন ড. আযমী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ ৩০ জুলাই, শুক্রবার আরাফার দিন জুমার সময় মদীনা মুনাওয়ারায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বাদ মাগরিব মসজিদে নববীতে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়।

ডঃ আযমী ভারতের উত্তর প্রদেশের আযমগড় যেলার একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি হিন্দু পরিবারের সদস্য ছিলেন। মাধ্যমিক পর্যন্ত নিজ গ্রামে শিক্ষা অর্জন করার পর আযমগড় শিবলী কলেজে ভর্তি হন।

১৯৫৯ সালে এই কলেজের হাইস্কুল শাখা থেকে তিনি এসএসসি পাশ করেন। এরপর কলেজে ভর্তির প্রস্তুতির সময় তিনি ইসলাম গ্রহণ করেন। অতঃপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স ডিগ্রি অর্জন করার পর মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদীছ অনুষদের ডীন ছিলেন। অবসর গ্রহণের পর তিনি মসজিদে নববীতে দরস প্রদান করতেন এবং বেশ কয়েকটি হাদীছ গ্রন্থ শেষ করেন। সৌদি সরকার তাঁকে সেদেশের নাগরিকত্ব প্রদান করে।

আরও পড়ুন:  মুসলমান শিক্ষক হওয়ায় তাড়িয়ে দেয়া হলো হোটেল থেকে

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১