আজ শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৬:৩৭

ওসমানীনগরে নিজঘরে মিলল বৃদ্ধার গলাকাটা লাশ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ৩১, ২০২০, ০৪:২৬ অপরাহ্ণ
ওসমানীনগরে নিজঘরে মিলল বৃদ্ধার গলাকাটা লাশ

লাশ উদ্ধার--প্রতীকী ছবি

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের ওসমানীনগরে নিজঘর থেকে রহিমা বেগম আমিনা (৭০) নামের এক প্রবাসী বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঘরের তালা ভেঙে ঘরের মেজেতে পড়ে থাকা গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

সন্তানরা যুক্তরাজ্যে বাস করে। তিনিও ছিলেন প্রবাসে। বেশ কিছুদিন থেকে নিজবাড়িতে একাই বসবাস করেন রহিমা বেগম আমিনা (৭০)।

নিহত রহিমা বেগম উপজেলার উমরপুর ইউনিয়নের কটালপুর গ্রামের মৃত আখলু মিয়ার স্ত্রী। তিনি গোয়ালাবাজারস্থ করনসী রোড এলাকায় নিজস্ব বাসায় বসবাস করতেন।

পুলিশ ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে। জানাগেছে, রহিমার বেগমের ৩ ছেলে ও এক মেয়ে যুক্তরাজ্যে বসবাস করায় গোয়ালাবাজারস্থ বাসায় তিনি কয়েক বছর ধরে একাকী বসবাস করছেন। তার মোবাইল ফোনটি গত মঙ্গলবার রাত থেকে বন্ধ থাকা তার পরিবারের লোকজন বৃহস্পতিবার রাতে এসে বাসাটি তালবদ্ধ দেখতে পান।

স্বজনরা তালা ভেঙে প্রবেশ করে ঘরের মেঝেতে রহিমা বেগমের গলা কাটা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি থানা-পুলিশকে অবগত করা হলে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন বিপিএম ও ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

রহিমার বেগমের ভাই আবদুল খালিক বলেন, কে বা কারা আমার বোনকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখেছে। মঙ্গলবার থেকে বোনের মোবাইল ফোন বন্ধ পেয়ে বৃহস্পতিবার রাতে বাসায় এসে দরজা তালা বন্ধ দেখতে পাই। তালা ভেঙে ঘরে ঢুকে বোনের গলা কাটা লাশ দেখতে পাই। ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে তাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন:  সিলেটে রিজেন্ট কান্ড, আরেক 'সাহেদ' গ্রেফতার

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশি তৎপর রয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১