আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৯:৪৭

পীরেরবাজারে র‍্যাবের অভিযান: ২৫ লাখ টাকার পলিথিন জব্ধ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ৩০, ২০২০, ০১:৪৩ অপরাহ্ণ
পীরেরবাজারে র‍্যাবের অভিযান: ২৫ লাখ টাকার পলিথিন জব্ধ

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট শহরতলীর খাদিমপাড়াস্থ পীরেরবাজারে অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার পলিথিন জব্ধ করা হয়েছে।

জব্ধকৃত পলিথিন পরিমাণ ১২ টন।

শহরতলীর খাদিমনগর এলাকার চৌধুরীবাজারে অবৈধ পলিথিন উৎপাদন ফ্যাক্টরী সিলগালা, পলিথিন জব্দ ও মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার র‌্যাব-৯, সিলেট জেলা প্রশাসন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। র‌্যাব-৯ এর মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল সাড়ে ৮ টায় সিলেট সদর উপজেলার খাদিমপাড়া পীরেরবাজার চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় এবিসি প্রিন্টিং ও প্যাকেজিং নামক ফ্যাক্টরী থেকে ১০ টন অবৈধ পলিথিনের কাঁচামাল, পলিথিনের রুল ১ টন, দেড়টন পলিথিন ব্যাগ, ২৫ লাখ টাকা মূল্যের সাড়ে ১২ টন পলিথিন জব্দসহ ফ্যাক্টরী সিলগালা করা হয়। ফ্যাক্টরীর মালিক চৌধুরীপাড়ার এম এ হামিদকে পরিবেশ সংরক্ষণ আইনে ২লাখ টাকা জরিমানা করে অভিযানিক দল।
র‌্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম পিএসসি, এএসসি’র নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইন এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

আরও পড়ুন:  সিলেটে নূরুর বিরুদ্ধে থানায় এজাহার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১