
শিক্ষাঙ্গন বার্তা:: সিলেটের প্রাচীণতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ঐতিহ্যবাহী বাঘা মাদরাসার মুহতামিম মাওলানা রশিদ আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর বাদামবাগিচায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা মাদরাসার সাবেক শিক্ষক ও বাঘা বাইতুল আতিক হিফজুল কুরআন একাডেমির প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম জুয়েল।
মাওলানা রশিদ আহমদ বাঘা গোলাপনগর আল্লামা বশির আহমদ শায়খে বাঘা (রাহ.)-এর দৌহিত্র।
১৯২৯ সালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকায় এ মাদরাসাটি প্রতিষ্ঠা করেন আল্লামা বশির আহমদ শায়খে বাঘা (রাহ.)। তিনি ভারতবর্ষের বিশিষ্ট বুযুর্গ ও ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা আল্লামা হোসাইন আহমদ মাদানী (রাহ.)-এর অন্যতম খলিফা ছিলেন।
মাওলানা রশীদ আহমদ ১৯৮২ সালে সিলেট নগরের বাদামবাগিচা এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হাফিজ খবীর আহমদ বাদামবগিচা রহমানিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও লন্ডনের অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান তালিমুল কুরআন ইউকের প্রতিষ্ঠাতা। মাওলানা রশীদ আহমদ দরগাহ মাদরাসা থেকে ২০০২ সালে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় অষ্টম স্থানসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি বর্তমানে সিলেটের প্রচীন মাদরাসা দারুল হাদিস আল মাদানিয়ার শিক্ষাসচিব ও সহকারী শায়খুল হাদিসের দায়িত্ব পালন করছেন।