
নিজস্ব প্রতিবেদক:: মঙ্গলবার (২৮ জুলাই) সিলেট বিভাগে নতুন করে আরও ২৯ জনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৫ জন এবং সুনামগঞ্জ জেলার ১৪ জন রয়েছেন।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে
তাদের করোনা পজেটিভ শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।
এ নিয়ে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৯১ জনে। আর সুনামগঞ্জ জেলায় ১৪ শ ৪৯ জনে উন্নীত হয়েছে করোনা রোগী।