
এম এ কাদির, বালাগঞ্জ থেকে:: সিলেটের বালাগঞ্জে হারিয়ে যাওয়া ছাগল ফিরিয়ে দেয়ার চাপ প্রয়োগ করে, চুরির অপবাদ দিয়ে জাহেলি যুগের কায়দায় এক যুবকের উপর নির্যাতন চালানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজিজপুর গ্রামে। নির্মম এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তালতলা বাজার থেকে স্থানীয় দেওয়ান বাজার ইউনিয়নের বশিরপুর গ্রামের সাইফুল আলমের পুত্র ফয়েজ আহমদকে জরুরী কাজের কথা বলে প্রতিবেশি পশ্চিম গৌরী পুর ইউনিয়নের আজিজ পুর গ্রামের মুহিবুর রহমানের ছেলে কামরুল আহমদ তার বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে কামরুল ও তার ভাই শরিফ ফয়েজকে হাত ও মুখ বেঁধে তাদের হারিয়া যাওয়া একটি ছাগল ফিরিয়ে দিতে চাপ দেয় ফয়েজ ছাগল সম্পর্কে অজ্ঞাত জানালে দুই ভাই মিলে ধান কাটার কাছি গরম করে পুরুষাঙ্গে ছ্যাকা দেয়। লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
এক পর্যায়ে স্থানীয় লোকজনের সন্দেহ হলে কয়েক জন মিলে বাড়িতে প্রবেশ করে কামরুলকে জিজ্ঞাসাবাদ করেন কামরুল জানায় ফয়েজ তার ছাগল চুরি করেছে তাই তাকে আটকে রেখেছে।
এসময় ছাগল চুরির সাথে ফয়েজ জড়িত থাকার কোন প্রমান করতে পারেনি।
পরে উপস্থিত লোকজন ফয়েজকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় নির্যাতনের শিকার ফয়েজের মাতা দিলারা বেগম বালাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জড়িত কাউকে আটক করতে পারেনি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রকিব বলেন, ফয়েজ কে চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে। তিনি দোষীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানান।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, নির্মম এ ঘটনার সাথে যারা জড়িতে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে।