
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৩৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রুবেলকে গ্রেফতার করেছে। সে উপজেলার ছত্রিশ গ্রামের মৃত জমির আলীর ছেলে। সোমবার (২৭ জুলাই) বেলা ৩টার দিতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২৩৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রুবেলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে কুলাউড়া থানায় আরও ২টি মাদক মামলা রয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- কোম্পানিগঞ্জ উপজেলার ১ নং ইসলামপুর ইউনিয়নের শীলেরভাঙা গ্রামের শাহ আলমের ছেলে ইসরাইল আলী ওরফে ইসরাফিল (২৮) এবং একই ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের দুলাল মিয়ার ছেলে জালাল মিয়া (২৮)। সোমবার তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, রোববার সন্ধ্যায় দোয়ারাবাজার থানার এস আই রাকিবুল হাসানের নেতৃত্বে এবং এ এস আই আছকির মিয়ার সহযোগিতায় উপজেলার নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা পলিব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেমবিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।