
নিজস্ব প্রতিবেদক:: রবিবার (২৬ জুলাই) সিলেট বিভাগে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৭ জন।
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় বিভাগের সব জেলাকে ছাড়িয়ে যাচ্ছে সিলেট। প্রতিদিন পুরো বিভাগে যত জন নুতন করে আক্রান্ত হয়ে থাকেন। সেই হিসেব অনুযায়ী সিলেট জেলায় আক্রন্তের সংখ্যা দ্বিগুন।
নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশী সিলেট জেলায় ২৪ জন। বাকি তিন জেলায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৪১১। নতুন ২৭ জন নিয়ে বিভাগটিতে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৩৮ জনে।