প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:: এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপােরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
রবিবার (২৬ জুলাই) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে তাঁর করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।
ওসমানী মেডিকেল কলেজের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করলেও ডা. জাহিদুল ইসলামের মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেন নি।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের বাবা করেনায় আক্রান্ত হয়ে সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।