আজ মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৯:৪১

সিলেটে ১০টি বৈধ পশুর হাট, এসএমপির ১৬ নির্দেশনা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২০, ০৯:৩৪ অপরাহ্ণ
সিলেটে ১০টি বৈধ পশুর হাট, এসএমপির ১৬ নির্দেশনা

সিলেট মেট্রোপলিটন এলাকায় বৈধ পশুর হাট মাত্র ১০টি। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে স্থায়ী ও অস্থায়ী কুরবানীর পশুর হাটের তালিকা প্রকাশ করে ১৬ নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

রবিবার দুপুরে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) অতিরিক্ত দায়িত্বে থাকা জ্যোর্তিময় সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সিলেট মহানগর পুলিশের আওতাধীন সিলেট সিটি কর্পোরেশন, সদর উপজেলা ও দক্ষিণ সুরমা উপজেলায় স্থায়ী ও অস্থায়ী অনুমোদিত পশুর হাটের তালিকা প্রকাশ করেছে পুলিশের (গণমাধ্যম) শাখা। সেই তালিকায় রয়েছে স্থায়ী ও অস্থায়ী দশ বৈধ পশুর হাটের নাম। রবিবার (২৬ জুলাই) এ বিষয়টি নিশ্চিত করা হয়। সেই সাথে মহানগরীর বাসিন্দারাসহ পশুর হাটের জন্য ১৬ নির্দেশনা দেয়া হয়েছে।

জানা যায়, সিলেট মহানগর পুলিশের ৬টি থানা নিয়ে গঠতি মহানগরী এলাকা। এরমধ্যে দক্ষিণ সুরমায় রয়েছে মোগলাবাজার ও দক্ষিণ সুরমা থানা। আর উত্তর সুরমায় রয়েছে, কোতোয়ালি, জালালাবাদ, বিমানবন্দর ও শাহপরাণ (রহ:) থানা।

বৈধ পশুর হাট গুলো হচ্ছে, কোতোয়ালি থানাধীন এলাকায় কাজীরবাজার বৈধ পশুর হাট , জালালাবাদ থানাধীন শিবেরবাজার পশুর হাট (খোলা জায়গা), বিমানবন্দর থানাধীন ধুপাগুল পয়েন্ট সংলগ্ন মাঠ পশুর হাট (খোলা জায়গা), লাক্কাতুরা উচ্চ বিদ্যালয় মাঠ পশুর হাট, দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার পশুর হাট (খোলা জায়গা), কামালবাজার জাবেদ অটো রাইছ মিলের মাঠ পশুর হাট, মোগলাবাজার থানাধীন জালালপুর বাজার পশুর হাট, রেঙ্গা হাজীগঞ্জ বাজার পশুর হাট (খোলা জায়গা), রাখালগঞ্জ বাজার পশুর হাট (খোলা জায়গা), কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের পশুর হাট।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার জ্যোর্তিময় সরকার (গণমাধ্যম)। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে মহানগরী এলাকায় বসবাসরত নাগরিকদের জন্য ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। সেই সাথে পুলিশের দেয়া নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন:  সিলেটে ১২২ রানের বিশাল জয় পেল টাইগার যুবারা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১