
সিলেটের বার্তা ডেস্ক:: বহিস্কৃত শ্রমিক নেতা ফলিককে নিয়ে ফের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নিয়েছে সিলেটের দক্ষিণ সুরমা বাস টার্মিনাল।
সিলেট জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন জেলা শাখার (বরখাস্তকৃত!) সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের পক্ষ-বিপক্ষ দু’পক্ষই আধিপত্য বিস্তারের লক্ষ্যে লাঠি-বাঁশ নিয়ে আজ মহড়া দিচ্ছে কদমতলি কেন্দ্রীয় বাস টার্মিনালে।
এ রিপোর্ট লেখা (দুপুর সাড়ে ১২টা) পর্যন্ত দু’পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে আছে।
তবে এখন পর্যন্ত কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন বলেন, সেই পুরোনা ইস্যুতে- অর্থাৎ ফলিককে নিয়ে আজও কদমতলিতে উত্তেজনা দেখা দিয়েছে। দুইপক্ষ লাটি-সোটা নিয়ে দু’দিকে অবস্থান নিয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে আছে, অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে কঠোর থাকবে।