
সংবাদ বিজ্ঞপ্তি:: খাদ্যসামগ্রী ও ঈদ উপহার নিয়ে সমাজের অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়াল এইডেডিয়ান ৯৭’র ব্যাচ।
শুক্রবার স্কুল ক্যাম্পাসে খাদ্য সামগ্রী বিতরণ করেন এইডেডিয়ান ৯৭’র নেতবৃন্দ। ২০১৭ সাল থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন এইডেডিয়ান-৯৭ সভাপতি হামিদ হোসেন রিপন, নাজিম উদ্দিন পান্না, রফিকুল ইসলাম, সোহেল আহমদ, জিয়াউর রহমান লিটন, রঞ্জিত নাথ, কামরুজ্জামান, মাহতাব হুসেন রেজা, মাজেদুল ইসলাম মিশু, এম সোহেল আহমদ, আবিদ হোসেইন, করিম খান, আজিম হোসেন, সঞ্জয় কুমার দে প্রমুখ।