আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:৫৭

সিলেটে আরও ৭৬ জনের করোনা শনাক্ত, আক্রান্ত ৫ চিকিৎসক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২৫, ২০২০, ০১:৩৬ পূর্বাহ্ণ
সিলেটে আরও ৭৬ জনের করোনা শনাক্ত, আক্রান্ত ৫ চিকিৎসক

সিলেটের বার্তা ডেস্ক:: শুক্রবার (২৪ জুলাই) সিলেট বিভাগে নতুন করে আরও ৭৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশী সিলেট জেলায় ৪৪ জন এবং সবচেয়ে কম হবিগঞ্জ ও মৌলভীবাজারে ২ জন করে।

এদিকে সুনামগঞ্জ জেলায় শনাক্ত হয়েছেন ৪ জন।

আজ  শুক্রবার সিলেটের দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন।

জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আজ নমুনা পরীক্ষায় ৫২ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। তন্মধ্যে সিলেট জেলার ৪৪ জন, সুনামগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ২ জন ও হবিগঞ্জের ২ জন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল।

ওসমানীতে শনাক্তদের মধ্যে পাঁচ চিকিৎসকও রয়েছেন। তাঁরা হলেন- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফারিয়া বিনতে জামান, সালাহ উদ্দিন, সঞ্জিত গোয়ালা, অন্তিম হাসান ও আরাফাত জাহান।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ল্যাবে আজ ১৩৫টি নমুনা পরীক্ষায় ২৪ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।

ওই বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান, আক্রান্তদের মধ্যে ১৫ জন সিলেটের, ৯ জন সুনামগঞ্জের।

এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩২০ জন।

তন্মধ্যে সিলেট জেলার ৩ হাজার ৯৩৫ জন, সুনামগঞ্জের ১৩৯০ জন, মৌলভীবাজারের ৯০০ জন ও হবিগঞ্জের ১০৯৫ জন রয়েছেন।

আরও পড়ুন:  বিলুপ্তপ্রায় দেশীয় ৬৪ প্রজাতির মাছ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১