
গোয়াইনঘাট থেকে নিজস্ব প্রতিবেদক:: সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে খলিল ভেরাইটিজ ষ্টোরকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ ষ্টোরকে ১০ হাজার টাকা এবং মধুফুল মিষ্টান্নকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম এর সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল।