
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জ থেকে ১০৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার গ্রেফতার করেছে পুলিশ।
আটক মাদক বিক্রেতা আইনুদ্দীন উপজেলার মোল্লাগ্রামের মৃত হারিছ আলীর ছেলে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের এওলাটির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই একলাছ মিয়ার নেতৃত্বে এএসআই ইউসুফ আলী, এএসআই কমল রায়সহ একটি দল অভিযানে নামে। তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত ৯টার দিকে এওলাটিকর এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেফতার করে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।